সময় গতরে আঁকা অতীতের আলপনা ভাসে
দুরন্ত সোঁদার ঘ্রানে প্রজাপতির পাখার রঙে
জলে ধোঁয়া জোছনায় হৃদয় আঙিনা ভরে যায়
শীতলতা আসে বুকে,ভুলে যাই যাপিত জীবনে
নাগরিক সব ধোঁয়া- সব কোলাহল-রোমন্থনে।
বস্তুত জ্বলতে থাকা মানুষ হৃদয় শান্তি চায়
অবচেতন বোধেও তখন বোধের স্বপ্ন জাগে
ভবিষ্যত স্বপ্নগুলো আছে বলে বিষাক্ত বাতাসে
শ্বাস নেই-বেঁচে থাকি, বস্তুত শান্ত্বনা নিয়ে বাঁচি।
মাঝে মাঝে ভবিষ্যত অন্ধকারে ডুব দিয়ে থাকি
অনিশ্চিত সমুদ্রের জলে সাঁতার কাটতে থাকি
অথচ জীবন যেন বর্তমান ছন্দে পায়ে হাঁটে
যেখানে অতীত কিম্বা ভবিষ্যৎ ছন্দরা ধূসর
যেখানে ছন্দ পতনে বেঁচে থাকে জীবন্ত লাশেরা।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম