চোখের জলেই বুক ভেসে যায় আকাশ সমান ব্যাথা
ভুল মানুষের ভুলের দামেই কিনলাম শুধু ব্যাথা
মানুষ কি আর, বুঝে তার ভুল,দেয় যে আমায় ধোঁকা
মনের দামেই পাইনি রে মন খেলাম শুধুই ধোঁকা
মনের মাঝেই সাগর আমার উথাল পাতাল ঢেউ
এ-জীবনে সব,মুখোশ মানুষ আপন হলো না কেউ।।


এক জীবনের কত ব্যাথা আর বইবো আমার বুকে
হৃদয় পোড়ার মনটা আমার ব্যাথার চিত্র আঁকে
সীমাহীন সীমা পৃথিবীর পথে ধূসর হয়েই আসে
শিশিরের জলে তৃষ্ণা মেটেনা তৃষ্ণা মিটাই কিসে!!


খুবই অভাব মানুষ রে ভাই বর্তমান এই যুগে
মুখোশ আড়ালে পশু দেখি রোজ মানুষ ক্ষয়রোগে।।
বুকের ভেতর ব্যাথা আমার দিনদিন যায় বেড়ে
আসবে কি সেই, সোনালীর দিন মুখোশটা জ্বলেপুড়ে
মানুষ আবার মানুষই হবে সব পশুত্ব ঝেরে!!