মনে পড়ে সেদিন বৈশাখী ঝড়ের কথা,
দিনের আলো ঢেকে গিয়েছিল তিমির চাঁদরে
সে দিন আমার চোখে তোমায় প্রথম দেখা।
প'রে আরো কত ঝড় হলো, কতো বৃষ্টির ঝাপটা।
তোমাতে আমি আমাতে তুমি গড়ে তুললাম,
গড়ে তুললাম আমাদের 'আমরা'।
সে আমরায় তুমি ছিলে আমি ছিলাম,আর
আমাদের নীলাকাশ,নীলাকাশে চাঁদ,নক্ষত্র।
সবুজের মাঠও ছিলো,সে মাঠে নদী ছিলো,
ঝর্ণা ছিলো, পাহাড় ছিলো, পাখির কোলাহল ছিলো।
সে সব আজ সুদূর অতীত,অতীতের সাদা বক।
চায়ের কাপে চুমুক দিতে দিতে রূপালী চাঁদের বৃষ্টিতে  
ভেজা কথা ছিল,
সাগর দেখার কথা ছিল,পাহাড় দেখার কথা ছিল।
অথচ এখন অবধি কিছুই দেখা হয়নি।
যে দিনটায় চাঁদটা শনির উপগ্রহে পরিনত হলো
বাশঁবাগানে আর জোনাকিরা জ্বলে না
কান পেতে শোন সেখানটায় এখন
পিচাঁশের চিৎকার শোনা যায়।
আচ্ছা,তুমি আমার মত একটা তুমি হবে
ভোরের একটা সকাল হবে
ক্লান্ত দুপুরের পর বিকেল হবে।