.    


আজ স্মৃতিগন্ধার বাগান ঘুরে ঘুরে
             নিশুতিরাতে দুধেল জোছনার চাঁদে
বেলি ফুলের নরম শরীরের গন্ধ ভাসে
           পরিযায়ী সে সুবাস,মনের শরীরে মিশে।।


সেদিন চৈত্রের সে দুপুরে,রায়ের পুকুরে
            আবেগের সে সাতারে, অনুভূতি ভাসছিল
ঘাম ফোটার শরীরে, সময়টা যেন চলছিল
          তাপের সে আড়ৎদার, দুর থেকে দেখছিল।।


আজ এত বছরের পর এ-নিশুতি রাতে
         শরীরের সাথে মন যেমন, থাকে সে অজ্ঞাতে
স্মৃতিগন্ধায় বেলীর, সুবাস তেমন ভাসছিল
         নিউরনের পুকুরে, আবেগের সেই অনুভুতি
দুধেল সে জোছনায়, ডুবসাঁতার যে খেলছিল।।