বলতে না পারা কষ্টগুলো মনে হয় খুবই যন্ত্রনাময়
বেদনার বাষ্পে এ- হৃদয়,সর্বদাই অস্থির যাতনাময়
কিছু কথা-ব্যাথা হৃদয়কে, পুড়ে পুড়ে করে দেয় করে ভস্ম
মরনের দেহে খুঁজে শান্তি,মনে হয় ব্যর্থ-ব্যর্থ ইহজন্ম।।


এইসব ব্যাথা তাঁর ক্ষত একদিন হবেই হয়ত ক্ষয়
তবুও ক্ষতের চিহ্ন রয়, সেইসব চিহ্নের কি হয় ক্ষয়
বলতে না পারা কষ্টগুলো,মনে হয় খুবই যন্ত্রনাময়
বেদনার বাষ্পে এ- হৃদয়,সর্বদাই অস্থির যাতনাময়।।


সম্পর্কের ব্যবচ্ছেদে মন,একটা সময় ভুলে যায় সব
বলতে না পারা কথাগুলো,ভুলে যায় ভুলে যায় সব
মানুষ আসলে সুখে থাকে, তবু সুখ খুঁজে বেদনাই ভরে
আকাশের দিকে দেখে চলে, ধাক্কা খেয়ে শুধু উল্টে পড়ে।।


আমি জানি-জানি সব তবু, অভিমানের আকাশ নীল রয়
মনে হয় ব্যর্থ-ব্যর্থ ইহজন্ম,মরনের দেহে খুঁজে শান্তি এ-হৃদয়।।