একদিন বেদনার নিথর শরীর ছুয়ে দেখি
অশ্রুর মৃত্যুর দেহ
রাতের আঁধার ছিঁড়ে কয়েক'পা হেটে গিয়ে দেখি
কিছু কাক নেই কেহ
আলো ভেবে সূর্য ছুঁয়ে, দেখি হাত পুড়ে তখন দুপুর
তবু হাঁটি পথ খুঁজি
চাঁদ ঠোঁটে  চুমু খাই, পরে দেখি হিম শীতল পাথর
সব ধোঁকা ধোঁকাবাজি।।


আমি জীবনের চোখে, দেখি  কৃষ্ণগহ্বর আঁধার
সময়ের স্থির কাটা
মনে পড়ে অতিদুর সবুজের এক নক্ষত্রের
আলো-হলো সিঁধকাটা
অভিশপ্তের দেয়াল -ডিঙিয়ে দেখেছি মৃত স্বপ্ন
লাল-নীল-সবুজের
কোলেজে হয়েছে সাদা-শুকিয়ে যাওয়া জলের রঙে
চিত্র আঁকে আঘাতের।।