.         উড়ন্ত দিনের পড়ন্ত বিকেলে ঠিক হলুদ সূর্যের পরে
          যখন পাখিরা নিজ নিজ নীড়ে ফিরে
          ঠিক গোধূলির বেলা এক পশলা বৃষ্টির ভিরে
          আমি খুঁজেছি তোমায়-অন্ধকারে হৃদয় কুঠিরে।।


         যখন আশারা দু'হাত বাড়িয়ে আমায় ডেকেছে  আরো দূরে
         তখন আধাঁরে তোমায় দেখেছি জ্বোনাকির আলো জ্বেলে
         তখনো অনেক দূরে,অনেক অনেক দূরে-বহুদূরে
         অথচ বেলী হাস্নাহেনার গন্ধ ম্লান হয় যেন তোমারই গন্ধে।


         আহা!পারিজাত অনুভূতি,হৃদয়ের পত্র বল্লবের দোল
         ঠিক বাতাসের দোলনীতে দোলে যেমন সমুদ্র ঢেউ
         তেমনি কবোষ্ণ বুকে সফেদ ফেনার মতো স্মৃতি
         সমুদ্রের মতো করে হৃদয়ের তীরে হয়েছিল জমা।


         জীবন পাতায় আরো কত শত শত স্মৃতি হয়েছে বিস্মৃতি
        তবু সময়ের ধুলা মাঝে মাঝে ভিজে যায়, বৃষ্টির নোনতা জলে
         হয় জল আর কাঁদা, শত শত স্মৃতি পুড়ে পুড়ে হয় ইট
        সেই সব পোড়া ইটে অট্টালিকা গড়ে আমার নিঠুর বাস্তবতা।।


        নতুন খামে পুরনো চিঠি,উড়ে দেই উড়োচিঠি
        এই হলো বাস্তবতা, এই আমার নিয়তি.......