নিজেকেই টুকরো টুকরো করে ছিটে দেই পৃথিবীর 'পরে
অথচ আমার অস্তিত্ব বলেই কিছু নেই সব অগোচরে
নিজেকে খুঁজতে আলপথে চলি, অঘ্রানে সবই ভাসে দূরে
আমি যাযাবরের মতোই আজ মরুভূমি হাঁটি অগোচরে।।


নিজেকে কি খুঁজে পাওয়া যায়?যখন ঋতুতে বদলে প্রকৃতি!!