.              
              মনে মনে আনমনে চেতনাকে মেরে ফেলি খুব
              নিজেকে হারিয়ে ফেলি মিথ্যার সাগরে দেই ডুব
              বর্ষাতি হাতেই তবু -বৃষ্টি ভিজে যাই বারবার
              বিপরীত দুই সত্য, দু'দিকে যে ছুটেছে এবার।।


            আকাশের বুকে আজ শক্তি নিয়ে ছুটে যায় জল
            মেঘে মেঘে ঘুরে ঘুরে মন্দ্র ডাকে দিশেহারা বল
            চন্দ্রভূক অন্ধকারে, ঢেকেছে আলোক -মেঘকন্যা
            কুয়াশা চাদরে তাই, ঢেকে যায় সবুজের বন্যা।।


            এমনি সঙ্কটে আজ দিবানিশি একাকারে কাটে
            হৃদয়ের হাতে যেন একটা হাতুড়ি সন্নিকটে
            মেঘকন্যার পাজর, কুয়াশার সে দেয়াল ভাঙ্গে
            আমি বসে নির্বিকার,আশারা ছুটছে বায়ুবেগে।।


            হৃদয়ের আলপথে হেঁটে হেঁটে দেখেছি মানুষ
            অভিমান নালাপথে বয়ে যায় ভুলের কলুষ।।