এম.এ.রহমান


শীতের কুয়াশা ছিঁড়ে ছিঁড়ে এসেছি অনেক পথ
ঘুমন্ত দুর্বার হিম শিশির হৃদয় দলে
ফেরার কোন পথই জানা নেই
সঞ্চয় বলতে করতলে এক চিলতে শৈশব সুখ
হৃদয়ের অন্ধকার নালাপথে হাঁটে
অথচ তুমিও অন্য গ্রহের নক্ষত্র হলে
নির্জন,নিরব অন্ধকারের পেটেই বসে বসে
ভাবি,ফেরার কোন পথই জানা নেই
ফিরবো তো -কোথায় ফিরবো আমি!
যাবো তো- কোথায় যাব আমি!





০৩/১২/২১  ইং তারিখে জাতীয় পত্রিকা " দৈনিক সংগ্রামে" প্রকাশিত।