.        


            জীবনের আঠালো শরীরে বাড়ে সময় ধুলোর আস্তরণ
            মৃত্তিকার শরীরটা কোলে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটে কাল
            সভ্যতার পিঠে চড়ে মহাকাল, - অনন্তপথে- অনন্তকাল
            সেই সব সভ্যতার পোড়া ইটে,অট্টালিকা গড়ে বর্তমান।।


            মানবতার পোড়ানে ইটে করে,অট্টালিকায় যাওয়ার সিঁড়ি
            টাকার শরীরে আজকাল শ্রদ্ধা-সম্মানের চাকচিক্য বস্ত্র
            টাকার শৃঙ্গার রসে গর্ভবতী -ভালোবাসা, জন্মে সন্তানেরা
            সমাজের কোলে বেড়ে উঠে বড় হয় টাকার ঔরসজাত।।


            ভবিতব্য অন্ধকারের ভয়েই নিয়ে আসে নক্ষত্র আগুন
            তবুও কি অন্ধকার দূরীভূত হয় বেঁচে থাকা যায় অন্ত,,
            সুখের ফ্রিজের ডীপে কতক্ষন বেঁচে থাকে বাঁচে শান্তি?
            অথচ কি চোখ বন্ধ করে ছুটি,শুধুই কি ক্ষুধায়--তৃষ্ণায়?


            চোখের তৃষ্ণায় সাত আসমানের অসীম মেঘের শুন্যতা
           পৃথিবীর সাত সাগরে কি সেই তৃষ্ণা মেটে কোন মহাকালে!
            অথচ পৃথিবী ধুসর বুকেই- মানবতায় পরম সুখ
            আর মহাকাল ধুলোমাখা শরীরের মৃত্যুতে রেখেছে শান্তি।।