.              আমারে আবার দাও এক জোড়া চোখ
              সত্যের আলো দেখার অদৃশ্য পরোখ
              আমারে বেদনা দাও যতটুকু সয়
              যতটুকু সোনা পুড়ে, পুড়ে খাঁটি হয়।।


              আমারে আবার দাও এক জোড়া হাত
              মানবতা হাতে আমি,করিব প্রভাত
              হৃদয়ের মাঝে দাও ফুলের সুবাস
              মহৎ মানুষ যেন, করে সেথা বাস।।


              খাঁ-খাঁ  ধৈর্যটারে করো, সমুদ্রের জল
              প্রেমের গেলাসে করি তৃষ্ণারে অতল
              মুছে দাও যতটুকু, আছে মৃত্যু ভয়
              তোমারি গোলাম আমি, দাও যে অভয়।।