সময়ের ফ্রেমে তুমি  আবদ্ধ  হৃদয়ের ভিতর
দেহঘড়ির স্পন্দনে-চলো তুমি যেন নিরন্তর
অথচ মনে আমার তোমাকে হারানোর শ্লোগান
শুকনো পাতারা ঝরে, মর্মরে বাজে বিরহী গান।
আমি চাতকের মতো মেঘেদের পিছে পিছে ছুটি
যাযাবর দেশান্তরি,পাই অবহেলা অনাবৃষ্টি
আহত রাতেরা জানে কতটা দীর্ঘশ্বাস চাবুকে
হৃদয়ে বেদনা জমে,ঝর্ণা ঝরে পাহাড়ের বুকে
কতটা উপেক্ষা পেলে বিবেকের প্রতিচ্ছবি ভাসে
হৃদয়ের আয়নায়,ক্ষত লুকে রাখে অনায়াসে!
তবু হৃদয় জমিনে তুমিময় ভালোবাসা বুনি
আর ব্যথিত বাতাসে-তোমার বসন্ত গান শুনি
হয়তবা তুমি আর - জানবে না প্রিয় চারুলতা
বুকের জমিনে তুমি- শুধু তুমি- বাকিটা শুন্যতা।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম