.
  .         আমি জানি- তুমি আছ,সেকেলে চাঁদটা-সেও জানে
            তুমি আছ-রূপসী বাংলায়,ধানসিঁড়িটির তীরে
            হয়ত মানুষ নও-তার বুকের স্মৃতির নীড়ে
            লেবুর পাতার মতো-চিরহরিৎ বাংলার ঘ্রানে
            ধূসর জীবনানন্দ-চলে গেলে কোন অভিমানে
            অঘ্রানের প্রান্তে আজো-শঙ্খচিল যায় তবু উড়ে
            তুমিহীনা শুন্যতায় -কে আসিবে আর জ্বলেপুড়ে
            রূপসী বাংলার এই-মাঠ-ঘাট -ক্ষেত এর টানে।।


            আমি জানি - তুমি আছ,ভোরের কাকেরা-সেও জানে
            হাজার বছর ধরে-তুমি হাটিবে সবাই জানে
            সবুজ ঘাসের দেশ-দারুচিনি দ্বীপের ভেতর
            অশত্থের বনে তুমি-শিশিরের শব্দের মতন
            আরো হাটিবে তুমি-এ বাংলায় হাজার বছর
            'কোথাও চলিয়া যাব' -বলে যে কোথায় হারালেন!!