ঋতু চক্রাকারে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ক্লান্ত
তবু হৃদয়ের উঠোনে প্রত্যাশার বীজ অঙ্কুরিত হলো না
অপেক্ষায় আছি- চোখে আশার প্রদ্বীপ জ্বেলে
এই শীতের কুয়াশা জাল ছিঁড়ে- কোন এক ভোরে
কুহু কুহু ডাকে কোকিল জানাবে বসন্তের আগমনী বার্তা।
হৃদকাশে যখন সন্ধ্যারা নেমে আসে,তখন কুয়াশা
ঘনীভূত হয়ে সারারাত্রি টুপটাপে ঝরে
বেদনারা পাখা মেলে অপেক্ষায় থাকে ভোরের সূর্যের
মাঝে মাঝে উত্তাপহীন সূর্য রোদের দলা ছুড়ে মারে
আশার আলো পেয়েই ছুটে আসে- কষ্ট
হৃদয়ের চৌকাঠ পেরিয়ে- এই শীতে একটু ওমের খোঁজে।
অপেক্ষায় আছি- প্রত্যাশার বীজ অঙ্কুরিত হবে
কোন এক বসন্তে ফুটাবে বসন্তের সাদা- লাল- নীল ফুল।


এম এ রহমান
হাতিয়া,উলিপুর,কুড়িগ্রাম
০১৭২৩৫৩৫৭২৪