.                  


               প্রেম আসে বিজলির মতো- ফুলের মতো সুবাসে
                 তারপর মরে যায় মরে যেতে হয় বলে
                 অথচ থেকেই যায় -ভালোবাসা বা ঘৃনার 'পরে
                 মানুষের সহ্যের সীমায় লঘু হয়ে আসে শেষে।।


                 তীব্রতর মাদকতা ঘোর কেটে চৈতন্যতার পরে
                 আমি খুজেছি তোমায় শুভ্রতার কাশফুলে আনমনে
                 অথবা খুজিনি কোথাও -মেঘের আড়ালে ভেসে
                 তবুও চিলেকোঠার অন্ধকারে,,,, প্রতিচ্ছবি ভাসে।।


                 আজ বহুদিন পরে- দেখিলাম -
                 তবু দেখিলাম না তোমারে-তুমি দেখেছো ভেবেছো
                 ফেবুতে লুকিয়ে লুকিয়ে আমারে
                 আজ এতোদিন পরে,,,, প্রতিচ্ছবি ভাসে ।।


                 কেন বুকের ক্ষতটায় রক্ত ঝরাও-তীব্রতা বাড়াও
                 বেদনা ডেকে আনো বারেবারে
                 আজ এতোদিন পরে চিলেকোঠা অন্ধকারে
              আমার রক্তে এক সমুদ্র নোনতায়,,,,,,প্রতিচ্ছবি ভাসে।।