আরো চাই আরো চাই, মুখখানায় যে চোখের অসুখ
দিনে ঢের সূর্যের আলোক,রাতে আঁধারের শোক
ফুটেছে যে চোখের আলোক,ক্ষতি কি অন্ধ সে চোখ!


যে হৃদয় অন্ধ সে বুঝে না, কিসে ভালো কিসে মন্দ
সে খুব সহজে নির্নয় যে করে, পাপ আর পুর্ণ সেতো অন্ধ
যে হৃদয়কে জেনেছে, জ্বালিয়েছে হৃদয়ের সে আলোক
সে হৃদয়ে না থাকিল সূর্য, না থাকিলো সে আলোক।।


যে মাটিতে গোলাপ ফুটেছে নেই তার কোন গন্ধ
সে মাটিতে মানুষ ফুটে না, ফুটে এক প্রতারক-ভন্ড।।