.          এ-যুগল পায়ে হেঁটে, কত ঘুরেছি-দেখেছি আমি
          মানুষ কেমন নিজের ভিতর ধুঁকে ধুঁকে মরে
          হৃদয় সিন্দুকে আশা নিয়ে, স্বপ্ন চিতায় জীবন পুড়ে
          মরে যাবার আগেই শতবার মরে তবু
          এ-যুগল পায়ে মরুভূমি হাঁটে।।


          মরে মরে বেঁচে থাকে নতুন নতুন স্বপ্ন জীবনের বাঁকে
          হাতছানি দিয়ে ডাকে
  .      এক সমুদ্রের নোনা জল আর এক মরুভূমি পথ পাড়ি দিয়ে
         নতুন স্বপ্নের চিত্র আঁকে,আহা! জীবনের সুখের খাদক
  .      মরিচীকার পিছেই ছুটে, চিনে না তবুও নিজেকে সাধক।


          হৃদয়ের চারিধারে আলো আঁধারের বিভেদের তলে
          সাধকের চোখ খুলে,দেখে সত্যের আকার নিরাকার
          মানুষই মুলতঃ আলো মানুষই মুলতঃ অন্ধকার
          ভিন্ন ঋতুর সময় পায়ে হাঁটে, এ-জীবন একমুখী
          লিখেছে প্রবন্ধকার
   সাদা আলো মরিচীকা, লাল-নীল আলোয় সবুজ পৃথিবী আন্ধার।।