যে নদীকে আমি সমুদ্রের- নোনা জলে মিশতে দেখেছি
সেটি আমার বুকেই থাকে
সমুদ্রের নোনা জলে যে কালের নৌকা ভেসে গেল
যে নৌকা আমার প্রেম,শৈশব-কৈশর নিয়ে গেল
যে নৌকা পড়ন্ত বেলায় আমার তুমিকে নিয়ে গেল
সন্ধ্যার প্রদীপ জ্বেলে - সেই নৌকা আর ফিরবেনা-জানি।।


আমার হৃদয় -আজ এক,দূরতম নির্জনতা দ্বীপ
উচু-নীচু পাহাড় বেষ্টিত, এক গিরিখাত -বন
সমুদ্রের উথাল-পাতাল ঢেউ,পাহাড়ের পায়ে লীন হয়
কোন এক দূরতম চরে, আজ শৈশব-কৈশর আর তুমি।


তুমি যদি পাখি হও, কখনো উড়তে ইচ্ছে করে
একটু উষ্ণতা নিয়ে এসো,পাখায় রোদ্দুর মেখে-উড়তে উড়তে
আমি তোমাকে আমার দীর্ঘশ্বাসের সাজানো বন
রূপান্তরিত শিলার বিশাল বিশাল পাহাড় দেখাবো।


তুমি শুধু একটু উষ্ণতা তোমার পাখায় নিয়ে এসো।
আমার সমস্ত সমুদ্রের জলে তোমার আকাশে রংধনু আঁকবো
আমার পাহাড় কেটে সমতলে তোমার স্বপ্ন বুনবো
শুধু তুমি আমি আর আমাদের স্বপ্নের সে দ্বীপ।


তুমি শুধু একটু উষ্ণতা নিয়ো এসো স্বপ্ন দ্বীপে।।