হৃদয়ের বৃক্ষ থেকে প্রতিদিন ঝরে পড়ে
হলুদ হলুদ পাতা-টুপ টাপ শব্দে
নির্জন আঁধার কানে কানে বলে পাতার বেদনা
রোমন্থন করে তার সবুজতা সুখ।
গাছের বাঁকলের মতোই খসে খসে পড়ে অনুভূতি
রাতের আঁধারে
অভিস্রবণে পাতায় জমে ফোঁটা ফোঁটা যন্ত্রনার জল
বাতাসের ঢেউয়ে ঢেউয়ে দোল খায় হৃদয়ের পাতা
বাস্তবতার সূর্যের তাপে বেড়ে উঠে হৃদয়ের বৃক্ষ
অথচ আমার নীচে দাঁড়িয়ে তোমরা বলো
আহা! সুশীতল ছায়া।