.                                
                                                


                  শরতের সকালে শিশির -আমি দূর্বা ঘাসে
                 শুভ্র কাশফুলে  সিক্ততায় আমি আছি মিশে
                 শিউলী ঝরা সকালে সিক্ত সুবাস বাতাসে
                 পুঞ্জ পুঞ্জ সাদা মেঘে আমি সঞ্চারিত- থাকি ভেসে
                 শরতের নির্মল আকাশে।।

                 আমি জীবন দুপুর বেলা বাষ্পায়িত ভাসমান প্রান
                 পুতুলের বিয়ে ভাঙ্গায় কিশোরীর অশ্রু বান
                 দুঃখের সাগরের ঝর্না ঝরে যাই অনির্বাণ
                 আমি স্বপ্নের নীল জল নদীর বুকে চলমান।।


                 আমি সবুজের প্রান- জীবনের উচ্ছ্বাস মৃত্তিকায়
                 আমি শ্রাবনের ধারা ধুয়ে দেই ধূসরের ধরা
                 পিপাসিত প্রানের আকুতি আমি সবুজের মেটাই তৃপ্তি
                 আমি পাখির সিক্ত গলার-সব সুরের গানের-শক্তি।।


                 তবু আমি চেয়ে থাকি-অতৃপ্ততার রংহীন চোখে
                 অদৃশ্য পথের দৃশ্যমান আলো -উষ্ণতার আশে
                 আমার সঞ্চারিত শক্তির সঞ্জীবনী আধাঁরের কাছে
                 আমি প্রানহীন প্রান উৎস আধাঁরের শক্তির পাছে।।