জল আর কাঁদার মতোই হৃদয়টা দিনে দিনে
ইটের ভাটার মতো পুড়ে পুড়ে তৈরী করে
নাগরিক এ-হৃদয়,আর্টিফিশিয়াল  ভালোবাসার
শো-পিচে এ- হৃদয়ের ঘর পূর্ণ।
সময়ের ধুলোমাখা রুক্ষ লোকটার পিছু নেয়
দিনে দিনে বাড়ন্ত সন্ধ্যারা,হেঁটে হেঁটে যায়
অমাবস্যার নিকষ আঁধার বাড়িতে।


তবুও কোথাও নিউরনের ভাঁগাড়ে পড়ে থাকে
শৈশব,ভেসে আসে সোঁদা মাটির গন্ধ
তবুও কোথাও ভঙ্গুর পিয়ানোয় বাজতে থাকে
গরু মোষের গাড়ির ক্যাচ ক্যাচ ঘড় ঘড় শব্দ।