কি ভীষন দীর্ঘশ্বাস নিয়ে বাঁচে মানুষ
একটি ভোরের আশায়-একটি সূর্যের আশায়
মরার আগেই মরে  -তবুও সে বাঁচে
জিন্দা লাশের মতো-গাছ হয়ে দাড়িয়ে থাকে
;-তবুও সে বাঁচে
চোখে ভোরের আলো নিয়ে ঘুমোতে যায়
ভোর হবে না জেনেও-বন্য পাখির কোলাহলে
ঘুম ভেঙ্গে যায়।।


বুকের ভিতর-
আলমারিটায় তাকে তাকে ভাঁজে ভাঁজে
ছেড়াফাটা স্মৃতি -কিছু ক্ষয়ে যাওয়া সুখ নিয়ে
তবুও সে বাঁচে
ফিরে আসবেনা জেনেও- সিক্ত নোনা জলে
চোখের পাতা ভারি হয়ে আসে-
ঘুমিয়ে যায় শেষে - ভোর আসার আগে।।


কি ভীষন আলেয়ার আলো নিয়ে বাঁচে মানুষ
এক বুক - না পাওয়ার কষ্ট, যন্ত্রনা নিয়ে
হতাশার সাগরে ভাসে
তবুও মানুষ বাঁচে
মরে যেতে হবে জেনেও - নক্ষত্রের মত আলো জ্বেলে
সাগরের মত নীল বেদনায় ভেসে চলে- সমুদ্দুর।।