কি পবিত্র নির্মলতা হাসি চোখে! জল জল ঐ সজল চোখে
নিষ্ঠুর ক্ষুধারে নিয়ে পেটে, নিশ্চিন্তে ঘুমায় রাত্রির নিশিথে
এতটুকু অভিযোগ নেই কোন, ল্যামপোষ্টের আলোয় ভোর যেন


জীবন যেখানে সংগ্রাম- যুদ্ধ, পেটের ক্ষুধা যাদের বড় প্রতিপক্ষ
মৌলিক যে অধিকার দেশে ভেসে বেড়ায়, এখানে তা বাকরুদ্ধ!
মানবতা যত বুলি যেখানে সেখানে শুনি এখানে  তা কারারুদ্ধ!


হয়তবা ওরা ভিক্ষ মাগে হয়তবা ওরা টোকাই
তবু দিনশেষে ওরাই যে নিশ্চিন্তে ঘুমায়!