তোমাকে পারিনি ছুঁতে
অন্ধকারের শরীর ছুঁয়ে ছুঁয়ে জেগে থাকি
জেগে থাকে আঁধারের নির্জনতা
শুকনো পাতার মর্মর ধ্বনিতে ভেঙ্গে যায় নিরবতা
হৃদয়ের আলপথে বয়ে  যায় সবুজ বেদনা।


স্বপ্ন ছিলো এক মুঠো আলো নিয়ে হৃদয়ের আলপথে
হেঁটে হেঁটে নদীর মতোই বয়ে যাবে সমুদ্দুর
অথচ পাথর পাহাড়ের বুক চিরে তুমি ঝর্না হয়ে
নিউরনের অন্ধকার নদীতে চলো নিরবধি।