বুঝতে পারি না,প্রকৃতির রহস্যের মতো
তোমার ভালোবাসার রূপ।
তোমার মেঘগুলো আকাশে উড়ে উড়ে ছুটেই বেড়ায়
যতবার তোমার বাগানে  পানির সেচ দিতে যাই
ততবার তা বাষ্পের কনা হয়ে তোমার আকাশে মেঘ হয়
ভেবেছি ভিজবো,তোমার মেঘের পিছে পিছে ছুটি
অথচ তোমার কোন মেঘে বৃষ্টি হয় বুঝতে পারি না।
বুঝতে পারিনা,প্রকৃতির রহস্যের মতো
তোমার ভালোবাসার রূপ
যতবার তোমার ভালোবাসাকে ছুঁতে যাই
ততবার তোমার ভালোবাসারা লজ্জাবতী গাছ হয়
এখন হৃদয় পোড়া মাটি,যুগল চোখে শুকনো নদী
নিউরনের পুকুর ধারে তোমার লজ্জাবতী গাছেরা
শিকড় গেড়েছে বহুদুর,আর ছুঁতে যাই না ভুলেও
জোছনার রাতে শুধু দূর থেকে চেয়ে দেখি
নিউরন পুকুরের ধারে বাড়ন্ত তোমার লজ্জবতী গাছ।