আমি চাতকের মতো এক যুগ করেছি অপেক্ষা
মেঘেদের পিছে পিছে-ছুটে ছুটে পেয়েছি উপেক্ষা
অনেক ঘুরেছি আমি-দেখেছি মেঘেদের দামামা
শুনেছি মন্দ্রের ডাক,শীকরের অনির্দিষ্টনামা।।


এবারেও চলে গেল, হেমন্তের সোনালীর সাজ
সাদা সাদা কাশবনে-প্রথম দেখা স্মৃতির ভাঁজ
থাকে শুধু অপেক্ষারা-চাতকের মতো শুন্যে চেয়ে
আবার আসবে তুমি-হেমন্তের কাশে এ-হৃদয়ে?


মনে পড়ে?একদিন-এমনো হিমের শীতে ভিজে
তুমি এসেছিলে কাছে,চাদরের নীচে মাথা গুঁজে
বলেছিলে আনমনে-তুমি,এই শেষ-শেষ দেখা
তারপর,-ঝরে গেলে,শীতের পাতার মতো করে।।


এ-কেমন চলে যাওয়া!আজও বুঝেনি- অপেক্ষারা
পথ চেয়ে বসে থাকে-চোখ,অশ্রুধারা দিশেহারা
আমি চাতকের মতো এক যুগ করেছি অপেক্ষা
হৃদয়টা পুড়ে পুড়ে-ছুটে ছুটে পেয়েছে উপেক্ষা।।