অনেক রাতে বনে নির্জনে
চলতি পায়ে নিঝুম রবে
আত্মাহুতির ছলে অমরত্বের পানে
অমোঘ অন্ধকার আমার কল্পনার সুধা।
আঁধারে বিশালতায় আমি দেখি অলীক শুন্যতা
মেলি সেই চোখ যা আমায় আধারে তারকা দেখায়
সেই আঁধার আলগোছে তুলে নেই
আমার বুকে
সেই আঁধার আমায় সাহস দেয়
নির্ভয়তার,জীবন বোধের,
অনিশ্চয়তার মাঝে অবাক চোখে
চোখে চেয়ে দেখার চারপাশ।
সেই আঁধার আমায় সেখায়
সংযম,ধৈর্য।আমায় শোনায়
প্রতিভা একসময় সব সয়ে নেয়,
প্রতিভা সাহস দেয় অনিশ্চয়তার মাঝে
উঠে দাড়ানোর।
হাত বাড়ানোর।
পা মেলানোর।
অন্ধকার আমায় আলিঙ্গন করে
খুব আপন বন্ধুর মতো।
আমার সাথে কথা কয়
আমার কথা শোনে পরম নিরবতায়
আর তখন আমায় উপহার দেয়
সেই নক্ষত্রহীন বিশালতায়
পথ চেনার এক ঐশ্বরিক ক্ষমতা।