এখ্ন পৌষের বাতাস
                  মাথায় ভাঙছে আকাশ,
পায়ের নিচে শূন্যতা
                 আজন্ম পাপ না ঘুচানোর ব্যার্থতা।
তাই এমনি সব বলে মুখ ঘুরিয়ে নেয়া।
জীবন,জীবিকা,রাষ্ট্র হাতের মোয়া-
ভেবে ভেবে চায়ের চুমুকে খবরের পাতা উল্টালে,
বাতাসে বাতাসে শবের গন্ধ মেলে।
রাজপথে বারুদের গন্ধ,স্টেশনে ছাই,
বাজারে আগুন, চাটুকারের মুখে খই।


তাই কলম ঘুরিয়ে
প্রিয় তোমার এলোকেশি মুখ
আজন্ম আমার বুকে ফুটে।
তোমার চোখের নীলিমায় তাকিয়ে
কাটিয়ে দেয়া যায় অন্তত একশত বছর।
কারন চোখ মেললেই বারুদ ফোটে
পেঁয়াজ মরিচে দাঙ্গা রটে।
একমাত্র তোমার সঙ্গ বাদে
গুমড়ে কাঁদি মৌন বিষাদে।