সেদিন ফাগুন,রক্তে আগুন
দীপ্ত চেতনায়,
মায়ের ভাষার সম্ভ্রম বাচাতে
মিছিলের বন্যায়,
দামাল ভাইয়ের রক্ত  ঝরেছিলো
হায়েনাদের থাবায়।


একহাতে প্লাকার্ড,একহাত মুঠি
ফাগুনের ফুল  রাজপথে সেদিন
ধরেছিলো  হায়েনাদের টুটি।


দীপ্ত প্রানের আমার ভাই
বাংলা বর্ণমালা
আজও এখানে একুশ এলেই
মায়ের বুকে উঠে জ্বালা।


মায়ের ভাষা, ভাইয়ের রক্ত
একুশ আমার ঘরে
প্রভাতফেরীর দলে আমার
কন্ঠে শহীদেরা ফিরে।


শত নক্ষত্রের শহীদেরা
সব লও হে নমস্কার
তোমার পাঠানো রক্ত চিঠি
আজও বাংলা মায়ের অলংকার।