যেদিন তোমার যৌবন উদর
শ্রাবণ পালক,চকচকে রোদ্দুর
হঠাৎ গর্জন, মেঘ কালো
অঝোর বর্ষন,পবন জোড়ালো।
কিংবা রূপবতী তুমি অনন্ত।
তোমার কেশে এক ঝাঁক বসন্ত।
সেদিন ছিলাম।


আর যেদিন তুমি
বৃদ্ধা বিচরণ ভুমি,
শূন্য অধর,ভয়ংকর নীরবতা
অশ্রুর মত খসে পড়া একেকটা পাতা,
মৃত শীতল,স্তব্ধ হতাশা,
কান্নারত চোখ ঝাপসা কুয়াশা-


সেদিন ও নিবিড় আলিঙ্গন
তোমার আমার।
মাঝে আসুক এক মহাকাল,
দূরত্ব এক মহাদেশ বিশাল
তবুও তোমায় ফুঁপিয়ে ওয়াদা
একই সুতোয় রইবো গাথা।
তুমি জানো আমার অনুনয়,
আর আমি তোমায়।
এই তো বেশ রবো।