মোড়ল জাতি
জ্বালায় ভাতি
শুন্যে ছোড়ে বোম।


গোয়ার বড়
চামড়া মোটা
কথা বুঝে কম।


কথায় কথায় যুদ্ধ করে
ইচ্ছে হলেই নিষেধ মারে
হারামীর দল লড়াই করে
মানুষ মারার যম।


গ্যাস বন্ধ, তেল বন্ধ
জ্ঞানী, গুনীর চোখ অন্ধ
জন্মবোবা,কানে কালা।
ভয়ের ফাঁসে বন্ধ গলা।
ভানের ধ্যানে দাড়ি নেড়ে
গুনছে বসে জপ মালা।


আগুন নাই,
গোসত নাই,
আন্ডা নাই,
বেতন নাই,
চাকরি নাই,
ভাত নাই,
নুন আনতে -
পান্তা নাই।


জীর্ণ দেহ হাড্ডি বেড়ী
ওরে হাড্ডি খুলে মার বাড়ি।
থাপ্পড়ে কানে লাগা তালা।
পুড়া যত অস্ত্রশালা।
ধুলায় মেশা সীমারেখা।
ভাত না দিলে বন্দুক খা।