এই যে শুনো মেঘবালিকা,এই যে বুকের ঝড়
তোমার তরে ঘুম বিকিয়ে রাত্রি নিশাচর।
তোমার জন্যে কিনছি আকাশ
তোমার জন্যেই চাঁদ।
হয়তো তোমায় হাত বাড়িয়ে
একটু ছোয়ার সাধ।
তুমি একটা ফুলের মতন
তুমি উড়ু তুলো।
তুমিই আবার তাল হারিয়ে
অমাবস্যা কালো।


হয়তো একটু রাত তুমি
একটা ফালি শসী
মড়মড় করে ভেঙে যাওয়া
স্বপ্ন বিনাশী
তোমার হাতের নরম ছোঁয়ায়
শীতল সমুদ্র ,
তোমার মনের চাপা আঁচে
মরন দহন রুদ্র ।


শুনো ওহে মেঘবালিকা
কেমন তুমি জানো?
কেমন তোমার মনের প্যাঁচ
আড়ালে লুকানো?
তুমিও কি বদলাও আকার
যেমন মেঘের মন?
নাকি তুমি ঋতুর শপথ
দমকা উদয়ন?


বলবে ওগো সত্যি করে
কেন এমন ভাসো?
কেন তুমি দেখলেই আমায়
মুখটি চেপে হাসো?
তুমি কি সবাই যেমন ?
নাকি অনন্যা?
সবই কি আবেগ তোমার?
নাকি গভীর ছলনা?