সত্য মিথ্যা মিলেমিশে একাকার।
শহরে মহলে সহস্র চাটুকার।
পা চাটে একসাথে দিনে রাতে বহুবার।
সেই দলে না হলে টিকে থাকা ভার।


মিথ্যেরে  তুলি ঘসে সত্য বলে তারা,
সত্যরে দেখা পেলে জুতা  হাতে করে তাড়া।
শেয়ালের মতো শুষে শোষিতের  রক্ত,
শোষকের দেখা পেলে বলে তার ভক্ত।


পিঠে বসে ছুরি মারে ঠিক যেন রাজাকার।
এই  শালা দালালে রাজ্যটা একাকার।
দালালেরা জগতে ক্ষমতার অবতার,
দালালী টা না জানলে ঘাড় ধরে করে পার।


কর্তারা শখ করে পুষে যত ভৃত্য,
ভৃত্যের চেয়ে বেশি তোষামোদি নৃত্য।
আহা,বেশ, জম্পেশ, তেলবাজি সারাক্ষন।
কর্তারা ভাত ছেড়ে করে সব ভক্ষন।


কর্তারা দেখে না পীড়িতের চেহারা,
শুধু শুনে চোখ বুজে  তেলবাজি ফোয়ারা।
বিশ্বটা কাধে আছে যেই সব বেচারার,
চাটুকারের টুটি ধরে করো তার সৎকার।