মোমের ওই জ্বলন্ত শিখা
শিখিয়ে দেই চরম শিক্ষা
অন্ধ রাতে প্রদীপ জ্বালো
হয়তো মুছবে মনের কালো ।


সুখ থাকতে দুঃখ খুজে
আশার বীণা বাজে কুঞ্জে।
নবীন যাত্রাই অগ্র পথিক
অনুবীণা ই শান্তির প্রতীক।


জলন্ত শিখা,জ্বলবে একা
অন্ধের দেশে সরল রেখা।
নিজের অস্তিত্ব বিলীন করে
দিপ জ্বালাও অন্ধকারে।