জীবনের এই পথ ধরে
যেতে হবে বহুদূর।
ক্লান্ত পথিক হয়ে
ছুটে যাবো বহু দূর।


আশা যখন করবে নিরাশ।
ব্যর্থ হয়ে, হবে না হতাশ।
ব্যর্থতা আছে যেখানে
সাফল্যের হাতছানি পাবে সেখানে।


জীবন শূন্য ব্যর্থ নৈপুণ্য
ব্যর্থ দিয়ে জীবন করো না পূর্ণ।
নিবে না কখনো মেনে তোমার জীবন শূন্য  
ব্যর্থতার স্বাদ জীবন করবে পরিপূর্ণ।


জীবন যুদ্ধে আছে জয় পরাজয়
সামনে ধাবিত হও নেই কোন ভয়।
ব্যর্থ দিয়ে করলে জীবন শুরু
সাফল্য তোমার হবে, ওগো মহাগুরু।