""রঙ্গ মঞ্চে দেখি কতো খেলা
সাফল্য না পেলে ফেলে করে হেলা""


রক্তিমা সূর্যের আলো রশ্মি কতো না সুন্দর।কাছে না গিয়ে যাই কী বোঝা? সূর্যের রশ্মি কতোটা তেজে হয়েছে উজ্জ্বল।জীবনের রঙ্গে আসবে কতো রঙ্গিন মেলা, তার স্রোতে গা ভাসিয়ে দিবে জীবনের ভেলা।


সফলতা অর্জনের পর কতো মানুষ হয় যে প্রিয়জন
ব্যর্থতার পরে ফেলে রেখে যাই,থাকে না কোন প্রয়োজন ।আসলে সাফল্য সম্ভবনা র দুয়ারে সবাই তোমার সাপোর্ট দিবে কিন্তু সাফল্যের সোনার হরিণ টা নিতে যখনি ব্যর্থ হবে ঠিক তখনি বুঝতে পারবে দুনিয়ার বাস্তবতা।


রাস্তাই বের হলে দেখি কতো মধুর মিলন।এক জন আরেক জনের না পেলে করবে শোক পালন। আসলে এইটা পুরোটাই আবেগ,সাফল্যের শিখরে পারবে না যখন পৌছাতে, তখন বুঝবে এই আবেগের কেমন বেগ।থাকুন যতোই না মধুর সম্পর্ক। আসলে সে তোমার ভালোবাসে না, ভালোবাসে শুধু তোমার সাফল্যের উজ্জ্বল নক্ষত্রের।



"""সফলতা তুমি কার,
বুকের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার
নাকি তোমার রেখে চলে যাওয়ার হা হা কার।"""