সুদিন হইতো একদিন
আসবো জানি কোনদিন।
রক্তাক্ত রক্ত কনা
জাগাবে আবার উদ্দীপনা।


রক্তে মাংসে মানুষ গড়া
ভীরুতাই দিবে সাড়া।
জীবনের পাঠশালাই
কাটবে জানি নিরবতা ই ।


হতাশার দূর প্রান্তে
চলে যাবো ওই দূর অজান্তে।
স্বপ্নপরী অপরূপে
নিয়ে যাবে স্বর্গ সিপে।


নির্জনে নিরবে কাটবে জীবন
দমকা হাওয়া নিরাশ আগমন।
আশার বাণী ছন্ন ছাড়া
দূর নবক্ষনে দিবে সাড়া।