আমি চলে যেতে চাই
       জীবনের শেষ সীমান্তের-
আমি চলে যেতে চাই
       পদ্মা-মেঘনা নদীর তীরে,
আমি চলে যেতে চাই
        আকাশের বাতাসে মাঝে!
আমি চলে যেতে চাই,
        স্বাধীন মুক্তির দেশে।


আমি ভুলতে পারি নি
       শৈশব দিনের কথা!
আমি ভুলতে পারি নি,
       স্মৃতিময় দিন ‍গুলোর কথা-
আমি ভুলতে পারি নি
       হারানো বেদনার কথা!
আমি ভুলতে পারি নি,
       আমার জীবনে কথা।


আমি পথ চলতে শিখেছি
       নিজের মতো করে।
আমি জীবন গড়তে শিখেছি
       বাস্তবতা মাঝে।
আমি পৃথিবীর কাছ থেকে শিখেছি
       নিষ্ঠুর প্রবণতা মানে!
আমি ভালোবাসতে শিখেছি
   পৃথিবীর মানুষ গুলোকে।


  ==========================
  বি.দ্রব- আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
       তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
        ২৯ আশে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ।