তোমাকে ভালোবেসে ছিলাম
কোন একদিন।
ভালোবাসা কথাটা বলতে
পারিনি একটিবার’
তোমাকে ভালো লেগেছিলো
‘কোন এক বসন্তের দিনে!
তোমার গায়ে ছিলো টিপ টিপ
হলুদিয়া রংঙের জামা,
এলোমেলো কেশগুলো উড়ছিলো!
বসন্তের হাওয়াতে।
মগ্ন’ হয়েছিলাম তোমায় দেখে’
আমার সামনে ছাড়িয়ে আছে যেন,
হলুদিয়া, রংঙের পরী।
খুব সুন্দর ‘লেগেছিল তোমায়,
ভালোবাসতে ইচ্ছে করে,
তবুও বলতে পারিনি আমি
তোমাকে ভালোবাসি,
অজান্তে ভালোবাসা কথা।


বৃষ্টি-ভেজা কোন একদিন
স্বর্ণালী দুপুরে-
আকাশ ঘেয়ে বৃষ্টি পড়ছিলো
তোমার দেহের মাঝে।
দেখতে খুব ভালো লেগেছিলো!
মেঘগুলো সাথে।
এই বৃষ্টি যেন অনন্তকাল থাকে;
কোনোদিন থেমে না যায়,
সবই ‘অপক্ষপাতী হয়ে চলছিলো,
আমার জীবনে সনে’
হঠাৎ যেন; যেমনতি করে,
চৈত্র মাসে গাছের পাতা
যে ভাবে ঝরে যায়,
‘ঠিক তেমনি করে
আমার কাছ থেকে-
চলে গেলে বহুদূরে,
কোনোদিন বুঝতে
দেইনি তোমায়,
অজান্তের এই
ভালোবাসার কথাটা।


নরসিংদী, ঢাকা।
================================
বি.দ্রঃ আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
        তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
        ১৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।