অমর একুশের রক্ত
বাঙালি জীবনে শোকাহত-
ত্রিশ লক্ষ্য শহিদের রক্ত,
ষোল কোটি মানুষের ভক্ত
শ্লোগানে জেগে ওঠে!
দেশকে রক্ষার দায়িত্ব।
বিক্ষোভ কণ্ঠে চেতনায়
রুখে দাঁড়াও রাস্তায়।
ধর্মঘটের উদ্যম ঘটনায়-
বাংলা ভাষার দাবি, ‍প্রতিক্রিয়া
জনশূন্য মানুষের রক্তের দৃশ্য,
ঝাঁপিয়ে পড়ে বীর ‘প্রতীকের শ্রীষ্ঠ;
লাক্ষো মানুষের জনতার শীর্ষন!
২৫ শে’ কাল রাতে সে নিদর্শন,
সকল বাঁধা ত্যাগ করে,
উড়বে অমর একুশের রক্ত।



নরসিংদী, ঢাকা
১৩/১২/২০২২
===============================
বি.দ্রঃ আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।