তুমি এসেছিলে আমার জীবনে
   অসময়ে গল্প হয়ে।
হঠাৎ করে যেমন-
   অঝরে শ্রাবণে বৃষ্টি বয়ে আসে!
ঠিক তেমনি করে,
   তুমিও এসেছিলে বন্ধুত হয়ে।
এক খেয়ালীপনা-
   আবেগ অনুভূতি নিয়ে।
এসেছিলে আমার,
   এই নশ্বর জীবনে!
তোমারই কথায় মায়ায় আমি
   হয়েছিলাম আবদ্ধ-
একটি বার দাও না দেখা,
   হতাম আমি ধন্য !
হয়তো একদিন আসবে তুমি
  হাজারো মানুষের ভীরে,
শূন্যতা হৃদয় পুরছে আজ
   তোমারই ঘিরে ।
পূর্ণিমা রাতে চাঁদের আলো
  মেঘের আড়ালে ডাকা,
তোমার আমার গল্প কথা;
  হোক না এক মায়া,
তুমি যে আমার জীবনে
   সবার থেকে সেরা,
তুমি যে আমার অসময়ে”
    রূপকথা ঘেরা।


উৎসর্গৎঃ (তাবাচ্ছুম তানহা) যে আমার জীবনে অসময়ে
বন্ধুত হয়ে এসেছিলো। আজ তার জন্মদিন,এজন্য তাকে
জন্মদিন উপলক্ষ্যে আমার এই (অসময়ে বন্ধুত)
কবিতাটি তার নামে উৎসর্গ করলাম।


    
=============
শিবপুর, নরসিংদী,ঢাকা
৪ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।