এসনা......।।
এসনা একবার শব্দেরা তোমার কথা বলে ।
আমার শব্দগুলো নিরীহ আখি টল্মলে।
অসহায় পথ হারাধের দলে।
পাজর ভাঙ্গা হাড়  কঙ্কালের তলে ,


অবেলার ডাহুক ছানাদের মত ।
সাত সাগর তের নদীর পাড়ে ,
এন সাইক্লোপিডিয়া হয়ে মরুর ঝড়ে।
অবিরত নিঃশব্দ আর্তনাদ করে।
অবিরত কাঁদায় আমায় অসহায় বালুচরে।


আমি জানি কত বেদনার একেকটি শব্দের প্রসব জালা।
ঘুম ভাঙ্গে কত সহস্র নদীর নিরাকার অশ্রুমালা।
কত অগনিত স্বপ্ন অকারণে পায় অবহেলা।
নীরব রজনীতে কতবার ডুকরে কাঁদে অভিমানি মেঘমালা।
এসনা............!
লক্ষ্মী পেঁচার দেশে পূজার বেদিতে।
অপারেসান থিয়েটারে অথবা পূর্ণিমা তিথিতে।
মগের মুল্লুক সেন্ট্রাল ফিল্ড অথবা গায়ে হলুদ অথবা রক্ত মেহেদিতে।
নারাঙ্গি বাগিচায় অবেলার কালে এসপের গল্প শুনাতে।


আমার শব্দগুলো নিস্তেজ বড়ই ক্লান্ত ।
সারাবেলা তোমায় খোজে।
অবশেষে সন্ধ্যা নামে ।
নিঃশব্দে আমাকে কাদিয়ে যায় -----------------!
বোকা আর্তনাদ নিশি ডাকে কোলে।
অবশেষে ঘুমের ঘোরে কবিতা শব্দেরা তোমার কথা বলে।