সময় টা আজ খুবই খারাপ
আলোর নেশায় পেলাম যে চাপ,
যে চাপে তোমাতে;এ আমি বিলিন
সমীক্ষা পরে শেষ হলো দিন।


সমীচীন দিবা;কাটেনা তো ঘোর
জীবন যুদ্ধে হয়নি যে ভোর,
খুঁজে মন আজ সেই দীপ্তিকে
অরুণীর আলো চায় না আমাকে।


অর্ষমা আজ চিত্র দেয় না
বসন্তদূত আজ ডাকবে না,
আড়ি নিবে সেই স্বপ্ন পরীটা
অচীন গহীনে আজ জীবনটা।


রজনী জাগব দিবস ভাববো
কল্পিত এক জাহান গড়ব,
অরুণ যেথায় রশ্মি জ্বালায়
এই জীবনের নতুন আশায়।


==============