বন্ধু তুই আকাশের ঐ তারা
জোনাকি হয়ে জলাধরের সারা।
দিগন্ত যে উঠছে আজ হেসে
নিশিথিনীর ভর করেছে শেষে।


বন্ধু তুই নয় অবলা রেশ
হাসলে তোকে লাগে বড্ড বেশ।
গাত্র যদি গরম লাগে মোর
জলধির জল পাই হাসিতে তোর।


পুষ্প কভু চাইনি আমি তোর
বৃক্ষ হয়ে থাকবি তুই মোর।
আলতো করে বাতাস বয়ে যাবে
আহ্লাদে যে প্রান ভরাবো তবে।


জীবন আমি বিলিয়ে দিব যবে
পরবে মনে থাকব না তো ভবে।
গল্প কথা বলব না তো আমি
থাকবে শুধু  স্মৃতি গুলো দামি।


হারানো সব সময় গুলো প্রাণে
রাখবি গেতে ভাববি মনে মনে।
ইচ্ছে ছাড়া কাঁদবে তোর দিল
হইব আমি উড়ন্ত ঐ চিল।



------মাত্রাবৃত্ত ছন্দে-----