দুই চোখে ঝোপে তার,
প্রিয় এক কারু-কার।


চুলে বড় বেণী ফুল,
ভালো বাসা নয় ভুল।


রুপ তার সমী-চার,
রুপী তুমি হবে কার?


কলা-বতী গায়ে রঙ,
চোখে মুখে ভারী ঢঙ।


দেখি যত ভাবি তত,
প্রেমে পেলে দিবে ক্ষত?


হাসি মুখে পরে টোল,
বিয়ে হবে বাজাঁ ঠোল।


এ কি রাগি মেয়ে জুঁই,
রাগ হলে বলে তুই।।