দুনিয়া তুমি ছেড়ে যেও না আমায়
দুখের মাঝে হাসাবো আমি তোমায়।
হাজারো ব্যথা  সহিব নিজে অনামি
স্বপ্ন নিয়ে ভালোবাসিব ও প্রেমি।


সুখের রাজ্যে বাঁধিব ঘর-সিন্ধু
আমায় প্রেম দাও গো এক বিন্দু।
ভিখারি হয়ে চাহিয়া থাকি শুনছো
জিগেস করো;কেন এ তুমি দুকছো?


বলিব আমি;প্রেম চাহিতে ক্লান্ত
দিশেহারায় পথের নেই প্রান্ত।
অভাগাদের সাথে বেধেছি যে ঘর
সেই ঘরেতে সবই লাগে অ-পর।


দুনিয়া তুমি আমার হবে যেদিন
শূন্য গৃহে আসবে ফিরে সুদিন।
কুল হারা এ আমি দুখের বিহগ
তোমায় ছাড়া জীবন হবে অ-সুখ।
================
================