আমি তোমার বন্ধু হব
গগন থেকে চাঁদ কুড়াব।
দীপ্ত করে দিব তোমায়
তিমির যবে নিবে বিদায়।


হাসবে তবে ভালোবাসা
কাঁদবে না আর চোখের ভাষা।
হৃদয় মাঝে ঝপবে তুমি
হব কবে তোমার আমি।


চক্ষু মেলে দেখবে যেদিন
হইব আমি তোমার সেদিন।
থাকব না আর একলা ঘরে
তুমি আমি একই পাড়ে।


তনায় তুমি আসলে গৃহে
হিমাংশু যে আসবে দেহে।
বাসনা মোর এই পরানে
থাকব মোরা একবন্ধনে।


----স্বরবৃত্ত ছন্দ----