চাহিয়া থাকি আমি ঐ দূরদিগন্তে
যেথায় আকশটা মিলছে অনন্তে।
রূপসীর মায়ায় হাসছে তরুলতা
মন মোর যায় না ছাড়ি এ সরলতা।


খেতে খেতে ফসল,সোনালী তার রুপ
নদী ভরা ইলিশ, রুপালীর স্বরূপ।
মসজিদে আজান,মন্দিরে ঘন্টা
মিলিয়া থাকে সবে,নেই কোনো ঝন্টা।


কবি লিখে কবিতা শিল্পী গায় গান
সন্তানের  প্রাণে আছে মায়ের টান।
দিতে পারে জীবন মায়ের বিপদ এ
রাখবে সম্মান বুকের স-রক্তে।


মায়ের মহীমার-রুপের নাই শেষ
মিলেমিশে গড়িব সুখি বাংলাদেশ।
=================