ঘুরতে ঘুরতে বহুদূর কোমল ঠাণ্ডা  বাতাসে মন অকুল।
একটানা ২ থেকে ৩ ঘণ্টা বৃষ্টির পর হালকা  কোমল রোদে ঘা কে ছুঁয়ে যাচ্ছে।
মনে হচ্ছে চারপাশের  পরিবেশ ওই একই সূর্যের নতুন কোনো ছোঁয়া পেলো।
কিন্তু মন থেকে চাওয়া ইবাদ তার  ইবনাত এর  ছুঁয়া কল্পনা ই রয়ে গেলো।
পরিবেশের  এই শান্ত এবং স্তব্ধ ভাষা অনেকটাই গভীর।
সূর্য তার হালকা ঘা ছোঁয়া রোদে পরিবেশকে নতুন করে সাজিয়ে দিয়েছে।
তেমনি ভাবে ইবনাত ইবাদের কল্পনা কে সুন্দর  ভাবে সাজিয়েছে।
সূর্য এবং পরিবেশের  একে অপরের উপর এই ভালোবাসার দৃশ্য,
যে কোনো মানুষকে  পরিবর্তন করে দিবে।
তেমনি ভাবে ইবনাতের  একটু ভালোবাসা,
ইবাদকে অনেকটাই পরিবর্তন  করে দিয়েছে।
অপূর্ণতা তাদের সম্পর্কে জড়িয়ে  আছে।
তাই ইবনাত ইবাদের বাস্তবে  নয়  কল্পনাতেই সুন্দর আছে।